দুই বান্ধবি নিয়ে কক্সবাজারে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, জিডির পর উদ্ধার

Looks like you've blocked notifications!
কক্সবাজার থেকে উদ্ধার নিখোঁজ শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানিয়ার দীর্ঘদীনের শখ সে কক্সবাজার সমুদ্র সৈকতে যাবে। বয়স কম, একা যেতে পারবে না। তাই সহপাঠী মো. ফরহাদ হোসেন ও মোছা. মিম খাতুনকে বিষয়টি জানায়। পরে তিন শিক্ষার্থী প্ল্যান করে কাউকে না জানিয়েই যাবে কক্সবাজার। পরিবারের কাছ থেকে প্রায় ২৮ হাজার টাকা চুরি করে চলে যায় কক্সবাজারে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে ওই শিক্ষার্থীরা।

এদিকে চার দিন ধরে নিখোঁজ হওয়ায় শিক্ষার্থীদের পরিবার ভূরুঙ্গামারী থানায় তিনটি আলাদা সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের স্বজনরা। জিডির পর ভূরুঙ্গামারী থানার পুলিশ অনুসন্ধান কার্যক্রম শুরু করে। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় অনুসন্ধান করেও ব্যর্থ হয়। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজার সদরের ডলফিন মোর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। 

ওসি জানান, নিখোঁজ স্কুল ছাত্র-ছাত্রীদের হারানোর বিষয়ে জিডির পর ভূরুঙ্গামারী থানা পুলিশ অনুসন্ধান কার্যক্রম শুরু করে। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে ব্যর্থ হয় পুলিশ। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজার সদরের ডলফিন মোর এলাকা থেকে তাদের উদ্ধার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ। 

জিজ্ঞেসাবাদে তারা জানায়, তানিয়ার দীর্ঘদীনের শখ, সে কক্সবাজার সমুদ্র সৈকতে যাবে। কিন্তু, তার বয়স কম হওয়ায় তার সহপাঠী মো. ফরহাদ হোসেন ও মোছা. মিম খাতুনের শরণাপন্ন হয়। পরে তারা তিন সহপাঠী মিলে পরিকল্পনা করে পরিবারের কাউকে না জানিয়ে প্রায় ২৮ হাজার টাকা চুরি করে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়।

ওসি রুহুল আমিন বলেন, ‘তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসে উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপস্থিতে নারী ও শিশু অফিসারের সহায়তায় তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।’