দেশব্যাপী হাসপাতালে ডেঙ্গুতে লড়ছে ৪৪৬২ রোগী

Looks like you've blocked notifications!
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রোগীরা। ফাইল ছবি

বর্তমানে দেশে সর্বমোট চার হাজার ৪৬২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১২৮ জন এবং ঢাকার বাইরে তিন হাজার ৩৩৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ভর্তি হয়েছে এক হাজার ৮৪ জন।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ২২১ জন ঢাকা ও ৮৬৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে মারা গেছে আটজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৫৬২ জনের মৃত্যু হয়েছে। 

২০২৩ সালের এক জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট তিন লাখ তিন হাজার ৫৩৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় এক লাখ ছয় হাজার ৪২ জন এবং ঢাকার বাইরে এক লাখ ৯৭ হাজার ৪৯৪ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী দুই লাখ ৯৭ হাজার ৫১২ জন।