নারায়ণগঞ্জে মধ্যরাতে রেললাইনে নাশকতার চেষ্টা 

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জ রেললাইনে ভারী লোহার পাত রেখে নাশকতার চেষ্টা করা হয়। ছবি : এনটিভি

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রেল দুর্ঘটনা ঘটাতে মধ্যরাতে রেললাইনের ওপর লোহার মোটা ভারী পাত রেখে দিয়েছিল তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা রেললাইন থেকে সরিয়ে ফেলেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে ফতুল্লার কোতালেরবাগ হক বাজার সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা অনুযায়ী রেললাইনের ওপর মোটা লোহার পাত রাখা হয়েছিল, যাতে ট্রেন যাওয়ার সময় বড় ধরনের দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোহার পাতটি উদ্ধার করে নিয়ে যায়। বিষয়টি স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান। পরে রেলওয়ে পুলিশ (জিআরপি) ঘটনাস্থলে আসে।

নারায়ণগঞ্জ জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, ‘অনেক ওজনের একটি মোটা লোহা রেললাইনের ওপর নাট দিয়ে লাগিয়ে রাখা হয়েছিল। এটি লাইনের ওপর থাকলে ট্রেন উল্টে পড়ে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত।’

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম বলেন, ‘খবর পেয়েছি দুর্বৃত্তরা রেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। আমাদের পুলিশ সতর্ক অবস্থায় আছে। নাশকতার চেষ্টাকারীদের বিরুদ্ধে খোঁজ নেওয়া হচ্ছে।’