হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের দুটি বগি উদ্ধারে কাজ চলছে

Looks like you've blocked notifications!
হবিগঞ্জের লস্করপুরে লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের বগি উদ্ধারে কাজ চলছে। ছবি : এনটিভি

ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেললাইনের আখাউড়া-সিলেট সেকশনের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও রশিদপুরের মধ্যবর্তী লস্করপুর এলাকায় লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের দুটি বগি উদ্ধারে কাজ চলছে। বগি লাইনচ্যুত হওয়ার কারণে প্রায় ১১ ঘণ্টা ধরে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ করছে। বগি উদ্ধার ও লাইন মেরামত সম্পন্ন করতে আরও কয়েক ঘন্টা সময় লাগতে পারে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটির দুটি বগি লস্করপুর স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে লাইনচ্যুত হয়। এরপর থেকেই সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণে সিলেট থেকে ঢাকাগামী উপবন ও সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন ট্রেনসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে আছে।