ডিসির উপহার দেওয়া নৌকা চুরি, স্বামী-সন্তান নিয়ে বিপাকে রাশিদা

Looks like you've blocked notifications!
কুমিল্লা আদর্শ সদর উপজেলার রত্নবতী ঘাটে চুরি হয়ে যাওয়া নৌকার মালিক রাশিদা বেগম ও তাঁর স্বামী হারুন মিয়া। ছবি : এনটিভি

কুমিল্লা আদর্শ সদর উপজেলার রত্নবতী এলাকার বাসিন্দা রাশিদা বেগম। গোমতী নদীতে খেয়া পারাপার করে চালাতেন সংসার। জেলা প্রশাসনের দেওয়া উপহার নৌকাটি ছিল তাঁর উপার্জনের একমাত্র সম্বল। সেই নৌকাটি চুরি হয়ে গেছে রাশিদা বেগমের। উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে কান্নায় ভেঙে পড়েন রাশিদা।

গতকাল বুধবার (২২ নভেম্বর) রাতে তালা ভেঙে নৌকাটি চুরি করে নিয়ে যায় কে বা কারা। কে বা কারা নৌকাটি চুরি করেছে তা জানাতে পারেননি ভুক্তভোগী রাশিদা বেগম। 

ভুক্তভোগী রাশিদা এনটিভি অনলাইনকে জানান, উপজেলার রত্নবতী খেয়াঘাটে পাঁচ বছর ধরে খেয়া পারাপার করে জীবিকা নির্বাহ করছেন তিনি। স্বামী হারুন মিয়া অসুস্থ হওয়ায় কোনো কাজ করতে পারেন না। তাই তাঁর সঙ্গে ঘাটে বসে থাকেন। ৪ ছেলে ও ২ মেয়ে নিয়ে রাশিদার সংসার চলতো নৌকায় যাত্রী পারাপার করে। সময় পেলে অন্যের বাড়িতে ঝি’য়ের কাজ করে বাড়তি আয় করার চেষ্টাও করেন তিনি।

রাশিদা বলেন, ‘আমার একটা নৌকা ছিল ভাঙ্গা-জোড়াতালি দেওয়া। এটা নিয়ে প্রায় ৬ মাস আগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে কুমিল্লা জেলা প্রশাসন থেকে দুই মাস আগে আমাকে একটি নতুন নৌকা উপহার দেওয়া হয়। নতুন নৌকা দিয়ে আমি অনেক যাত্রী পারাপার করতে পারতাম।’ 

রাশিদা বেগম বলেন, ‘গতকাল বুধবার সন্ধ্যায় নৌকাটি ঘাটে তালা দিয়ে বাড়ি যাই। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে এসে দেখি তালা ভেঙে নৌকাটি চোরে নিয়ে গেছে। এখন আমি কি করবো, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। আমার স্বামী অসুস্থ। সে ব্রেইন স্ট্রোক করেছে। কোনো কাজ করতে পারে না। তাঁর চিকিৎসার টাকা, ছেলে-মেয়ের খাবার খরচ কোথায় থেকে পাব আমি জানি না। আল্লাহ আমাকে এ কোন বিপদে ফেলে দিলো।’

রাশিদার স্বামী হারুন মিয়া বলেন, আমি অসুস্থ শরীর নিয়ে নদীর পাড় দিয়ে অনেক দূর পর্যন্ত খুঁজেছি। কোথাও নেই নৌকাটি। 

ছত্রখীল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনাটি শুনেছি। নৌকাটির খোঁজ করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে।