রাজধানীর খিলক্ষেতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর খিলক্ষেতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়ার নেতৃত্বে এ সড়ক অবরোধ করা হয়।
বিক্ষোভ মিছিল থেকে আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বলেন, দেশনায়ক তারেক রহমানের চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। ইনশাআল্লাহ, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আমরা ঘরে ফিরব।’
মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ সম্পাদক মাহমুদুল হাসান বসুনিয়া, সহ-সাধারণ সম্পাদক নুরে আলম, সহ-সাংগঠনিক মো. মনির হোসেন, আব্দুর রহিম শেখ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবীর নয়ন ও সদস্য আফজাল রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল খালেক, কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের দপ্তর সম্পাদক ইয়াসির আরাফাত আলিফ, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মামুনুর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক রানা মোহাম্মদ সোহেল।
কবি নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইরফান আহমদ ফাহিম, যুগ্ম-সম্পাদক রুহুল আমিন অন্তু ও যুগ্ম-সম্পাদক জামাল খান এবং বুয়েট ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফয়সান বিন নুর। বাংলা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আলী আজগর, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহীন ও সদস্য মোহাম্মদ হাসান। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল ওয়াহাব, সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. জুম্মন প্রধান ও ইমতিয়াজ আহমেদ। তেজগাঁও কলেজ ছাত্রদলের সোহানুর রহমান সাগর। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আকতার হোসেন শিবলী, ইমাম হোসেন নির্ঝর, সাইফুল ইসলাম অভি, চয়ন ইসলাম, আবির হোসেন, কামরুল ইসলাম আশিক। তুরাগ থানার সাধারণ সম্পাদক জাকির হোসেন, উত্তরা পশ্চিম থানার সিনিয়র সহ সভাপতি হোসাইন সামির, খিলক্ষেত থানার সাংগঠনিক সম্পাদক ডিএম মাইদুল, খিলক্ষেত থানা ছাত্রদলের সহ-সভাপতি আশরাফুল ইসলাম (সজিব), ওয়াসিউর রহমান চৌধুরী, মো. সাব্বির। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহেল রহমান, যুগ্ম-আহ্বায়ক ইফতেখার উদ্দিন ফয়সাল, যুগ্ম-আহ্বায়ক শরিফ আহমেদ, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদলের কর্মী মেহেদী হাসান, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সদস্য শামীম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মো. সেলিম রেজা ও চবি ছাত্রদলের জিসান আহমেদ।