নওগাঁয় আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু

Looks like you've blocked notifications!
নওগাঁয় বৃহস্পতিবার আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়। ছবি : এনটিভি

নওগাঁ জেলায় ১৭ হাজার ৩৫৯ মেট্রিক টন চাল এবং সাত হাজার ৬১৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে চলতি মৌসুমের আভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন।

নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. গোলাম মওলা, রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তানভীর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুল খালেক, জেলা চাল কল মালিক সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, জেলা ধান-চাল আড়তদার সমিতির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক মো. গোলাম মওলা নওগাঁ সদর খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন এবং কৃষকের কাছ থেকে ধান-চাল গ্রহণ করেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তানভীর রহমান বলেন, ‘এ বছর প্রতি কেজি ৪৪ টাকা হারে ১৭ হাজার ৩৫৯ মেট্রিক টন চাল এবং প্রতি কেজি ৩০ টাকা হারে সাত হাজার ৬১৪ মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার।’

উপজেলাভিত্তিক চাল ও ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ছয় হাজার ৩৭৫ মেট্রিক টন চাল ও ৪০৬ মেট্রিক টন ধান, আত্রাই উপজেলায় ১৯০ মেট্রিক চাল ও ২৯৭ মেট্রিক টন ধান, রানীনগর উপজেলায় এক হাজার ৩৪৮ মেট্রিক টন চাল ও ৭৬০ মেট্রিক টন ধান, মহাদেবপুর উপজেলায় সাত হাজার ১৫৮ মেট্রিক টন চাল ও এক হাজার ১২২ মেট্রিক টন ধান, পত্নীতলা উপজেলায় ৫৯৩ মেট্রিক টন চাল ও ৯০৬ মেট্রিক টন ধান, ধামইরহাট উপজেলায় ১৬৭ মেট্রিক টন চাল ও ৮০৩ মেট্রিক টন ধান, পোরশা উপজেলায় এক হাজার ১১৩ মেট্রিক টন চাল ও ৫৯১ মেট্রিক টন ধান, মান্দা উপজেলায় ১০৪ মেট্রিক টন চাল ও ৬১৪ মেট্রিক টন ধান, বদলগাছি উপজেলায় ১১৭ মেট্রিক টন চাল ও ৫৫৮ মেট্রিক টন ধান এবং নিয়ামতপুর উপজেলায় ১৯৪ মেট্রিক টন চাল ও এক হাজার ১৭৮ মেট্রিক টন ধান।

অনুষ্ঠানে মেসার্স ঘোষ অটোমেটিক রাইস মিলের সত্ত্বাধিকারী দ্বিজেন্দ্রনাথ ঘোষের কাছ থেকে ২১ মেট্রিক টন ধান এবং ব্যবসায়ী নৃপেন্দ্রনাথ মজুমদারের কাছ থেকে এক মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়। এ সংগ্রহ অভিযান চলবে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।