বেনাপোলে বিপুল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
বেনাপোলে বারোপোতা সীমান্তবর্তী গ্রাম থেকে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

বেনাপোলে বারোপোতা সীমান্তবর্তী গ্রাম থেকে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ মো. জাহিদুল ইসলাম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) গভীর রাতে বারোপোতা গ্রামের একটি আম বাগান থেকে ফেনসিডিলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদক ব্যবসায়ী জাহিদুলের বাড়ি বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামে।

পুলিশ জানায়, বেনাপোল বারোপোতা গ্রামের জামাল উদ্দিনের আম বাগানে অভিযান চালিয়ে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখান থেকে দুজন কৌশলে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, বারোপোতা সীমান্তবর্তী গ্রাম থেকে   ৩৫৫ বোতল ফেনসিডিলসহ মো. জাহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক ফেনসিডিলের মূল্য তিন লাখ ৫৫ হাজার টাকা।