তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান

নির্বাচনে যাওয়ার ঘোষণা বহিষ্কৃত বিএনপিনেতা আখতারের

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার গচিহাটা কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। ছবি : এনটিভি

বিএনপি থেকে বারবার বহিষ্কৃত ও সমালোচিত সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে কটিয়াদি উপজেলার গচিহাটা কলেজ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দেন।

আখতারুজ্জামান রঞ্জন বলেন, ‘তারেক রহমানের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি ভুল।’

আখতারুজ্জামান রঞ্জন আরও বলেন, ‘বিএনপি একটি নির্বাচনমুখী দল। বিএনপি কোনো অবস্থাতেই নির্বাচন বয়কট করতে পারে না। সব পরিস্থিতিতে বিএনপিকে নির্বাচনে আসা উচিত। আজকে বিএনপির নেতৃত্বে যারা আছেন তাঁরা বিএনপির গঠনতন্ত্রকে অস্বীকার করছেন। এই অস্বীকার করছেন বলেই আজকে আমাকে নির্বাচনে দাঁড়াতে হলো।’

রঞ্জন আরও বলেন, ‘তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি ভুল। আগামী দিনে যদি কেউ বলে তারেক রহমানের সিদ্ধান্ত ভুল ছিল, তাহলে আমি যেন বলতে পারি সেটি আমি আগেই বলেছিলাম। এই ভুলটি সময় থাকতেই বলেছিলম।’

‘এক দফার আন্দোলনে আমরা হেরে গেছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক এখন জেল-জুলুম নির্যাতনের শিকার হচ্ছে’ মন্তব্য করে রঞ্জন বলেন, ‘এমন পরিস্থিতিতে আমি স্বতন্ত্র হলেও নির্বাচন করে প্রতিবাদ জানাব। ২৮ অক্টোবর সরকারের কাছে হেরে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চ ছেড়ে চলে গেলেন। তিনিই বলেছিলেন ২৮ তারিখ ফাইনাল খেলা। খেলা হলো না। আমরা এ যুদ্ধে হেরে গেলাম। এ খেলায় হেরে গেলেন। এখন আমাদের এ সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। এটিই হবে প্রতিবাদ।’

কিন্তু বিএনপি থেকে বহিষ্কৃত ও সমালোচিত সাবেক সংসদ সদস্য পরে উপস্থিত জনতার উদ্দেশে বিএনপি, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে স্লোগান দেন। তিনি এ আসনে বিএনপি থেকে দুবারের নির্বাচিত সংসদ সদস্য।

মতবিনিময় সভায় কয়েকটি গ্রামের কয়েশত মানুষ অংশগ্রহণ করেন।