চট্টগ্রামে লরিচাপায় তিন শ্রমিক নিহত

Looks like you've blocked notifications!
চট্টগ্রামে মিরসরাইয়ে আজ শনিবার সকালে বেপরোয়া গতির এই লরিটি কয়েকজন শ্রমিককে চাপা দিলে তিন জন নিহত হয়। ছবি : এনটিভি

চট্টগ্রামের মিরসরাইয়ে লরিচাপায় নিহত হয়েছেন তিন শ্রমিক। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকায় আজ শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- মো. শফিক (৪৫), মো. আলম (৫০) ও মো. মাসুক (৩০)। আহত ব্যক্তির নাম মো. মাজেদ (৩৫)। হতাহতের শিকাররা পাইপলাইন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পাইপলাইনে কর্মরত শ্রমিক মো. সোহেল রানা জানান, আজ সকালে নাস্তা তারা সবাই কাজে যাচ্ছিল। নিহতেরা মহাসড়ক থেকে কিছুটা দূরে ছিল। এ সময় পেছন থেকে একটি লরি এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। 

হতাহতের বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার বলেন, ‘লরিটি জব্দ করা হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে।’