নানা বাধার পরও আমাদের সময়ে শিক্ষার হার বেড়েছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নানা বাধার পরও আমাদের সময়ে শিক্ষার হার বেড়েছে। এটাই আওয়ামী লীগ সরকারের বড় অর্জন। চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী জনশক্তি গড়তে তুলতে সরকার কাজ করে চলেছে।’
আজ রোববার (২৬ নভেম্বর) গণভবনে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের সময়ে রাষ্ট্রপরিচালনা সহজ ছিল না। ২০১৩ সালে নির্বাচন ঠেকানোর নামে বিএনপি-জামায়াত ৫১৪টি স্কুল পুড়িয়েছে। ঘাত-প্রতিঘাত কাটিয়ে উঠতে না উঠতেই ২০১৮ সালে আবারও অস্বস্তি শুরু করে বিএনপি-জামায়াত। কিন্তু সফল হতে পারেনি। এরপর শুরু হয় ২০১৯ সালের কোভিড মহামারি। তারপরও যেন শিক্ষার গতি অব্যাহত থাকে সেজন্য অনলাইনে শিক্ষাদান করা হয়।’
এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।