ভৈরবে দেড় মণ গাঁজাসহ চার জন আটক

Looks like you've blocked notifications!
মাদক কারবার ও পরিবহণের দায়ে র‌্যাবের হাতে আটক সন্দেহভাজনরা। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাসে তল্লাশি চালিয়ে দেড় মণ গাঁজা জব্দ করেছে র‌্যাব। এ সময় মাদক কারবারি সন্দেহে চারজনকে আটক করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহণকারী বাসটিও। 

ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড়ে আজ রোববার (২৬ নভেম্বর) সকালে গাঁজা জব্দ ও সন্দেহভাজনদের আটক করা হয়।

আটকরা হলেন- বাসের যাত্রী মামুন মিয়া, বাসের ড্রাইভার হাসানুজ্জামান টগর, চালকের সহযোগী (হেল্পার) মেরাজ  ও সুপারভাইজার মোস্তাকিম।

আজ সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মুহা. জাহিদ হাসান জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ঢাকাসহ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে তারা। 

আটকদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ভৈরব থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।