জেলা ও দায়রা জজকে বিদায় সংবর্ধনা দেবে না আইনজীবী সমিতি
নাটোরের বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁকে বিদায় সংবর্ধনা দেবে না বলে জানিয়েছে আইনজীবী সমিতি। আজ রোববার (২৬ নভেম্বর) জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মালেক শেখ এ তথ্য জানিয়েছেন।
এদিকে দুপুরে আদালত চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ কর্মসূচি থেকে জেলা জজের বিরুদ্ধে অভিযোগ তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আইনজীবীরা। এ সময় বক্তব্য দেন আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট আলেক শেখ, সদর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, অ্যাডভোকেট শহীদ মাহমুদ মিঠু, হাসানুজ্জামান, রবিউল হাসান প্রমুখ।
ইতোমধ্যে জেলা জজের বিরুদ্ধে আইন মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছেন আইনজীবীরা। আজ আইন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুইয়া স্বাক্ষরিত পত্রে জেলা জজ শরীফ উদ্দীনকে ফরিদপুরে বিশেষ জজ হিসেবে বদলি করা হয়।