ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ৯৫৯

Looks like you've blocked notifications!
রাজধানীর কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু রোগীরা। ফোকাস বাংলার ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজন মারা গেছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৬১০ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২০১ জন ঢাকা ও ৭৫৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশে মোট তিন হাজার ৫৬৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে এক হাজার ঢাকায় এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৫৬৭ জন।

২০২৩ সালের এক জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট তিন লাখ ১০ হাজার ৪৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় এক লাখ সাত হাজার ৪৯৯ জন এবং ঢাকার বাইরে দুই লাখ দুই হাজার ৫৪৭ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী তিন লাখ চার হাজার ৮৬৯ জন।