আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন : মতিয়া চৌধুরী
বর্তমান সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, ‘আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন।’ আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুরে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
নালিতাবাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইলিশায় রিছিলের কাছে মনোনয়নপত্র জমা দেন মতিয়া চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে শহীদ মিনার মুক্তমঞ্চে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মতিয়া চৌধুরী।
এখানে মতিয়া চৌধুরী বলেন, ‘নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র ও দর কষাকষি চলছে। কিন্তু তার পরও আগামী নির্বাচনের পর আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন।’
মতিয়া চৌধুরী সমাবেশে সবার কাছেই নৌকার ভোট চান।
নালিতাবাড়ীর পর মতিয়া চৌধুরী নকলাতেও মনোনয়নপত্র দাখিল করেন।

কাকন রেজা, শেরপুর