নারায়ণগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর মিছিলে প্রকাশ্যে শটগান নিয়ে মহড়া

Looks like you've blocked notifications!

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তাঁর কর্মী-সমর্থকদের মিছিলে প্রকাশ্যে শটগান নিয়ে মহড়া দিয়েছেন এক ব্যক্তি। আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফয়সাল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। 

গোলাম দস্তগীর গাজী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এলাকায় মিছিল ও শোডাউন করে স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

রূপগঞ্জের মুড়াপাড়ায় শত শত নেতাকর্মী ও সমর্থকের মিছিলের একেবারে সামনে ও মাঝখানে লাল রঙের গেঞ্জি পরা অস্ত্রধারী এক ব্যক্তিকে প্রকাশ্যে কাঁধে অস্ত্র নিয়ে মিছিলে এবং মিছিলের আগে-পরে চলাফেরা করতে দেখা যায়। অস্ত্রধারীর কাছে তার নাম এবং তার পরিচয় এবং তিনি মন্ত্রীর বডিগার্ড কি না জানতে চাইলে সাংবাদিকদের বলেন, ‘আমি অন্য একজনের ডিউটি করি। মিছিলে আমার স্যার আছেন।’ তবে তিনি তার নাম-পরিচয় বলেননি।

স্যারের সঙ্গে না থেকে মিছিলের সবার সামনে কেন মহড়া দিচ্ছেন এমন প্রশ্ন করলে ওই ব্যক্তি কোনো জবাব না দিয়ে দ্রুত মিছিলের ভেতরে ঢুকে পড়েন।

এনটিভির ক্যামেরায় ধরা পড়ে অস্ত্রধারী ব্যক্তির মহড়া দেওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান নেওয়ার পুরো দৃশ্য। এ সময় অন্য সাংবাদিকরা ওই অস্ত্রধারী ব্যক্তির ছবি তুলতে গেলে তিনি একপর্যায়ে মিছিল থেকে বের হয়ে পালিয়ে যান।

মনোনয়নপত্র জমা দিয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, আগামী দ্বাদশ নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার। নির্বাচন হবে অংশগ্রহণমূলক কোনো জাল ভোট, বিশৃঙ্খলা করা হবে না। রূপগঞ্জে যে উন্নয়ন হয়েছে তাতে ভোটাররা আবারও  নৌকা মার্কায় ভোট দিবেন। নির্বাচনে জয়লাভ করে  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রূপগঞ্জের নৌকাটি উপহার দেব ইনশা আল্লাহ।

এ সময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।