জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিবসহ গ্রেপ্তার ২
জয়পুরহাটে নাশকতার মামলার এজাহার নামীয় আসামি জেলা যুবদলের সদস্য সচিব মুক্তাদুল হক আদনান ও সদস্য মহিদুল ইসলাম খান রাজিবকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে শহরের হাউজিং এস্ট্রেট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা যুবদলনেতা আদনান জয়পুরহাট জেলা বিএনপির প্রয়াত আহ্বায়ক অধ্যক্ষ শামসুল হকের ছেলে। তিনি শহরের প্রধান সড়কের বাটার মোড় এলাকার বাসিন্দা। আর যুবদল সদস্য মহিদুল ইসলাম খান রাজিব শহরের শান্তিনগর মহল্লার আনোয়ার হোসেন খানের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে একদল দুর্বৃত্ত সদর উপজেলার চকদাদরা ফকিরপাড়া বাইপাস সড়কের ব্রিজের কাছে একটি পিকআপ ভ্যানে পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় করা নাশকতার মামলায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।