দেশবাসী এবারও অংশগ্রহণমূলক নির্বাচন পাচ্ছে না : টিআইবি

Looks like you've blocked notifications!
রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টারে আজ বৃহস্পতিবার টিআইবির সংবাদ সম্মেলন। ছবি : এনটিভি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আশঙ্কা প্রকাশ করে বলেছে, বাংলাদেশের জনগণ এবারও অংশগ্রহণমূলক নির্বাচন পাচ্ছে না। আমরাও জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার মতো কিছু পাচ্ছি না।

রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টারে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ‘গণতন্ত্র, সুশাসন ও শুদ্ধাচার চর্চার রাজনৈতিক অঙ্গীকার : টিআইবির সুপারিশমালা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘তফসিল ঘোষণার আগে ও পরে পরিমাপকগুলোর ওপর ভিত্তি করে আমরা যে পর্যবেক্ষণ করেছি, তাতে একটি ধারণা বদ্ধমূল হয়েছে যে, সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যা বোঝায়, সেটি আমরা এবারও পাচ্ছি না। এটি উদ্বেগজনক।’ 

সংবাদ সম্মেলনের পাঠ করা টিআইবির সুপারিশগুলোর মধ্যে রয়েছে- পুনরায় না ভোটের প্রচলন করা। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের মাধ্যমে একটি নির্দিষ্ট সংসদীয় আসনের পূর্ণাঙ্গ ফলাফল বাতিল করার ক্ষমতা রহিত করার মাধ্যমে ইসির ক্ষমতা সংকুচিত করার ধারা পরিবর্তন করা। বিচার বিভাগের নিয়োগ, পদায়ন ও বদলিসহ বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা।