বৃদ্ধকে গলাকেটে হত্যা, ২ ছেলে ও তাদের স্ত্রী আটক

Looks like you've blocked notifications!

জয়পুরহাটের কালাইয়ের শিকটা গ্রামে সৈয়দ আলী আকন্দ (৭১) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১ ডিসেম্বর) সকালে এ হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

তবে কী কারণে সৈয়দ আলী আকন্দকে হত্যা করা হয়েছে, এখনো তা উদঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত সৈয়দ আলী আকন্দর দুই ছেলে ও ছেলের বৌকে আটক করা হয়েছে। 

নিহত সৈয়দ আলী আকন্দ কালাই  উপজেলার পুনট ইউনিয়নের শিকটা উত্তরপাড়া মৃত মোতারাজ আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সৈয়দ আলী আকন্দ স্ত্রী মৃত্যুর পর একাই এক বাড়িতে বসবাস করতেন। দুই ছেলে তাদের পরিবার নিয়ে আলাদা বাড়িতে থাকেন। গতরাতে বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। আজ সকালে তাঁর ছেলের বৌ বাড়িতে ঢুকে দেখেন ঘরের দরজা খোলা আর শ্বশুরের গলাকাটা মরদেহ খাটের উপরে পড়ে আছে। এ সময় তাঁর চিৎকারে বাড়ির অন্য লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর ছেলে  তৈয়ব আলী, নাজমুল ও তাদের স্ত্রী এজিনা ও রাহিমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারি সাংবাদিকদের বলেন, এ হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহত সৈয়দ আলী আকন্দর দুই ছেলেসহ চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।