কাশিমপুর কারাগারে বন্দি বিএনপিনেতার মৃত্যু

Looks like you've blocked notifications!

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি এক বিএনপিনেতার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (ডিসেম্বর) দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

ওই বিএনপিনেতার নাম আসাদুজ্জামান হিরা খান (৪৫)। তিনি কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে। তিনি উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ জানান, আজ সকালে আসাদুজ্জামানের বুকে ব্যথা শুরু হলে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টায় তিনি মারা যান। তাঁকে বিস্ফোরক আইনের মামলায় গত ২৯ অক্টোবর জেলা কারাগারে পাঠান আদালত। পরে ১০ নভেম্বর কাশিমপুর কারাগারে আনা হয়।

শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিয়ে বিকেলে ট্রেনযোগে শ্রীপুর রেলস্টেশনে এসে নামলে শ্রীপুর থানার পুলিশ আসাদুজ্জামানকে আটক করে। পরে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।