মারা গেলেন ফাঁসির আসামি

Looks like you've blocked notifications!
কাশিমপুর কারাগার। ফাইল ছবি এনটিভির

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে কলেজ হাসপাতালে মৃত্যুদণ্ড প্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।  চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ৬টার দিকে তিনি মারা যান।

ওই কয়েদির নাম জহিরুল হক ভূঁইয়া (৭০)। তার কয়েদি নম্বর ৪২৭৭। জহিরুল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার লহ্মীবরদী এলাকার বাসিন্দা। আড়াইহাজার থানার একটি মামলায় তার ফাঁসির আদেশ হয়। 

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন জহিরুল। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এই জেল সুপার।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘বুকে ব্যথা নিয়ে জহিরুলকে রাতে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’