তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

Looks like you've blocked notifications!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় আহত শাহাদত হাওলাদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু মারা গেছেন। শুক্রবার (১ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আজ শনিবার ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

শুক্রবার দিনগত রাত পৌনে ৮টার দিকে তেজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আহন হন শাহাদত হাওলাদার। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি।

তেজগাঁও ফায়ার স্টেশনের লিডার মো. আজিজুর রহমান বলেন, ‘তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় একজন আহত হয়েছে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলের লোকদের কাছ থেকে জানা যায়, ওই ব্যক্তি হেঁটে রেললাইন পার হচ্ছিলেন। একটি ট্রেনের ধাক্কায় তিনি আহত হন।’

আহত ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার স্বজনদের খবর দেওয়া হয় বলেও জানান আজিজুর রহমান।

হাসপাতালে মৃত শাহাদত হাওলাদারের শ্যালক রেজাউল হাওলাদার গণমাধ্যমকে জানান, তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার খাকবুনিয়া গ্রামে। শাহাদতের বাবার নাম মৃত নুর মোহাম্মদ হাওলাদার। রাজধানীর তেজগাঁও নাবিস্কো এলাকায় থাকতেন তিনি। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।