অবরোধের সমর্থনে রাজধানীতে বিএনপির মশাল মিছিল

Looks like you've blocked notifications!
অবরোধের সমর্থনে আজ শনিবার রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ছবি : বিএনপি মিডিয়া সেল

বিএনপিসহ সমমনা বিরোধীদলগুলোর নবম দফার অবরোধ কর্মসূচি আগামীকাল রোববার (৩ ডিসেম্বর) থেকে শুরু হবে। ৪৮ ঘণ্টার এই অবরোধের সমর্থনে আজ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে মশাল মিছিল করেছেন নেতাকর্মীরা। আগারগাঁও থেকে শুরু হয়ে শেওড়াপাড়া সড়কে শেষ হওয়া মিছিলটির নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও রাজবন্দিদের মুক্তির দাবি জানানো হয়।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ড. খন্দকার বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিলুফা ইয়াসমিন নিলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি তারেকুর জামান তারেক, ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সভাপতি কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রাফিজুল হাই রাফিজ, এ বি এম মাহমুদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, ইউনুস আলী রাহুল, সহসাধারণ সম্পাদক আরিফুর রহমান আমিন, সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন ইমন প্রমুখ।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘দাবি আদায় না হওয়া বিএনপির আন্দোলন চলবে। অবৈধ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ দেশের বেশিরভাগ জনপ্রিয় রাজনৈতিক দল। তারা নির্বাচন বর্জন করেছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই তারা নির্বাচনে যাবে।’

রিজভী বলেন, ‘চারদিক থেকে যেভাবে সরকারের বিরুদ্ধে লাল নোটিশ আসছে, জনগণ যেভাবে জেগে উঠেছে তাতে বিজয়ের মাসেই সরকারের পতন ঘটবে। দেশকে বাঁচাতে হলে সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই।’