বায়ুদূষণে ঢাকা আজ চতুর্থ, শীর্ষে করাচি

Looks like you've blocked notifications!
দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। ইউএনবির ফাইল ছবি

বিশ্বে বায়ুদূষণে ঢাকা আজ চতুর্থ অবস্থানে রয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে রাজধানীর একিউআই স্কোর ১৭৫, যা ঢাকার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে নির্দেশ করে।

পাকিস্তানের করাচি ও লাহোর এবং উজবেকিস্তানের তাসখন্দ যথাক্রমে ২৪৪, ১৯৩ ও ১৭৭ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসাবে বিবেচিত হয়। একিউআই স্কোর ২০১-৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি হলে তা ‘বিপজ্জনক’, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

দৈনন্দিন বায়ুর গুণমান নির্ণয়ের জন্য একিউআই একটি সূচক। এটি থেকে জানা যায়, একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটা পরিষ্কার বা দূষিত। একইসঙ্গে এর সম্পর্কিত স্বাস্থ্যের প্রভাবগুলো তাদের জন্য কতটা উদ্বেগের কারণ হতে পারে।

বাংলাদেশে একিউআই পাঁচটি দূষণকারীর ওপর ভিত্তি করে তৈরি করা হয়। সেগুলো হলো—পার্টিকুলেট ম্যাটার (পিএম ১০ ও পিএম ২.৫), এনও ২, সিও, এসও ২ ও ওজন।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।