দিনাজপুরে ধান বোঝাই ট্রাকে বোমা হামলা

Looks like you've blocked notifications!
দিনাজপুরের মানচিত্র

দিনাজপুরের কাহরোল উপজেলায় একটি ধান বোঝাই করা চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি আংশিক পুড়ে গেলেও আগুনে দগ্ধ হয়েছে ট্রাকটির চালক। গতকাল শনিবার (২ নভেম্বর) দিনগত রাত ২টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের জেলার কাহরোল উপজেলার রামপুরা বাজারে এই ঘটনা ঘটে। কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের বোদা থেকে একটি ট্রাক দিনাজপুর শহরের দিকে আসছিল। রাত ২টায় কাহারোল উপজেলার রামপুরা বাজারে পৌঁছালে একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি হেলমেট পড়ে এসে ট্রাকের সামনে ঢিল ছোড়ে। এ সময় ট্রাকটির গতি একটু কমালে তারা পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়।

ঢিলে ট্রাকের হেলপার মফিজুল ইসলাম আহত হন। পেট্রোল বোমার আগুনে চালক আনিস রহমানের ডান পা কিছুটা পুড়ে যায়। এ ছাড়া পেট্রোল বোমার আগুনে ট্রাকটির সামনের অংশ ও ধান পুড়ে গেছে।

খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনেন। আহত চালক ও হেলপারকে কাহারোল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি ফারুকুল ইসলাম জানান, অজ্ঞাত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।