ছাগল চুরির দায়ে গণপিটুনি, অবশেষে মৃত্যু

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জ ম্যাপ

গোপালগঞ্জের কাশিয়ানীতে গণপিটুনিতে ১৭ বছর বয়সী সাইফুল মল্লিক নামে একজন নিহত হয়েছে। ওই ব্যক্তি ছাগল চোর বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের বোন মামলা করেছেন। পরে ছাগলের মালিক ওমর আলীকে আটক করেছে পুলিশ। 

উপজেলার পদ্মবিলা গ্রামে গতকাল রোববার (৩ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল জেলার মুকসুদপুর উপজেলার মাছিয়ারা গ্রামের রোকনউদ্দিন মল্লিকের ছেলে। 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফিরোজ আলম জানান, নিহত ওই ব্যক্তি পদ্মবিলা গ্রামের ওমর আলির ছাগল চুরি করে ইঞ্জিন চালিত ভ্যানগাড়ি করে পালাচ্ছিল। বিষয়টি টের পেয়ে ছাগল মালিক ওমর চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে ও ওই চোরকে ধাওয়া করে। ভ্যানটি পদ্মবিলা গ্রামের দেওয়ান বাড়ি সেতুতে ওঠার সময় যানটি উল্টে যায়। এতে সাইফুল ভ্যানগাড়ির নিচে পড়ে। উত্তেজিত স্থানীয় জনতা তাকে ধরে গণধোলাই দেয়। মারাত্মক অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ‘নিহতের বোন জোসনা খানম বাদী হয়ে কাশিয়ানী থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ থেকে সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। আজ ওই ছাগল মালিককে আটক করে আদালতে পাঠানো হয়েছে।’