দুদিনের অবরোধ ও মানববন্ধনের ডাক এলডিপির

Looks like you've blocked notifications!
এলডিপির লোগো

বিএনপির সঙ্গে জোটে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আরেক দফায় অবরোধের ডাক দিয়েছে। আগামী ৬ ও ৭ ডিসেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। এ ছাড়া আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর দেশজুড়ে মানববন্ধন করবে এলডিপি।

এক বিবৃতিতে আজ সোমবার (৪ ডিসেম্বর) এসব কর্মসূচির কথা জানিয়েছের এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। বিবৃতিতে কর্মসূচি পালনের জন্য নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানান তিনি। 

অলি আহমদ বলেন, ‘প্রিয় দেশবাসী সাহসিকতার সঙ্গে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করুন। ভয় পেলে চলবে না। আপনাদের নীরবতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। নিজের নাগরিক অধিকার আদায়ে সোচ্চার হোন। অন্যথায় কেউ এই সমস্যা থেকে বের হওয়ার পথ পাবেন না।’

এর আগে অবরোধ ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। ২৮ অক্টোবরের পর থেকে একই কর্মসূচি দিয়ে আসছে দল দুটি।