৪৭ ইউএনওকে বদলির অনুমোদন ইসির

Looks like you've blocked notifications!
নির্বাচন ভবন। ফাইল ছবি

এক বছরের বেশি সময় একই কর্মস্থলে কাজ করা এমন উপজেলা নির্বাহীকে (ইউএনও) বদলির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। সেই নির্দেশনার আলোকে আট বিভাগের ৪৭ ইউএনওকে বদলির জন্য ইসির কাছে প্রস্তাব পাঠিয়েছে সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়। সেই ইউএনওদের বদলির জন্য অনুমোদন দিয়েছে ইসি। 

নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে আজ সোমবার (৪ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়।

ইসি সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রামের আটজন, বরিশালের দুজন, খুলনার চারজন, ময়মনসিংহের ছয়জন, সিলেটের ছয়জন, রাজশাহীর ছয়জন এবং রংপুর বিভাগের দুই ইউএনওকে বদলির প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে।

এদিকে, ইসির অতিরিক্ত সচিব আশোক কুমার দেবনাথ এনটিভি অনলাইনকে বলেন, ‘৪৭ ইউএনওর বদলির সুপারিশ কমিশন অনুমোদন দিয়েছে। আরও ২০ জনের চিঠি এসেছে। মোট ২৫০ জনের বেশি ইউএনও বদলি হতে পারে। এ ছাড়া ৩২০ জনের মতো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হবে।