হরতাল-অবরোধে ২৫৩ অগ্নিসংযোগের ঘটনা : ফায়ার সার্ভিস

Looks like you've blocked notifications!
রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে সোমবার দুপুরে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি : স্টার মেইল

অক্টোবরের শেষের দিক থেকে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা অবরোধ ও হরতাল চলাকালে আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত মোট ২৫৩টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিরোধী দলগুলোর ডাকা সর্বশেষ সড়ক, রেল ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিন সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার জানান, গতকাল সোমবার দুপুর ২টা ২৩ মিনিটে ঢাকার গুলিস্তান এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের প্রতিবাদে আগামীকাল বুধবার সকাল থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক-রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো।