কাঁচপুরে বাস টার্মিনাল নির্মাণকাজ পরিদর্শন মেয়র তাপসের

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জের কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণকাজ পরিদর্শনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা নগর আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণকাজ আগামী বছরের মাঝামাঝি সময়ে শেষ হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে টার্মিনালটির নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান।  

মেয়র তাপস বলেন, ইতোমধ্যে মাটি ভরাটসহ প্রকল্পটির ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে। 

পর্যায়ক্রমে টার্মিনালের চারপাশে সীমানা প্রাচীর ও বাস পার্কিংয়ের ডিপোসহ অন্যান্য অবকাঠামোর নির্মাণকাজ করা হবে। টার্মিনালটি চালু হলে এখান থেকেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬টি জেলার বাস নির্বিঘ্নে চলাচল করবে। ফলে রাজধানীর যানজট নিরসনসহ যাত্রীসেবার মানও উন্নত হবে। যানজটের ভোগান্তি থেকে রেহাই পাবে ঢাকা ও আশপাশের এলাকার বাসিন্দারা। আর সায়েদাবাদ হবে আন্তনগর বাস টার্মিনাল। এটিকেও সংস্কার করে আধুনিকায়ন করার কথা জানান  মেয়র তাপস। 

টার্মিনাল নির্মাণকাজ পরিদর্শনে এসে এর অগ্রগতি সম্পর্কে জানতে সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মেয়র তাপস।

এর আগে গত ৯ আগস্ট কাঁচপুরে টার্মিনালটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।