চোরাই গরুসহ পিকআপ আটক, ৪ চোরকে গণধোলাই

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের কুলিয়ারচরে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় উল্টে যাওয়া পিকআপ ভ্যান। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যানসহ চার চোরকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা। এ সময় আটক করা পিকআপ ভ্যানটি পুড়িয়ে দেওয়া হয়। গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিনগত ভোররাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।  

খবর পেয়ে পুলিশ এসে আহত চোরদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

আটকক চোররা হলেন উপজেলার তারাকান্দি পূর্বপাড়া এলাকার আল আমিন, নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটেরচর গ্রামের রুবেল মিয়া, রায়পুরা উপজেলার আলগী গ্রামের বাতেন মিয়া ও নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকার অহিদ উল্লাহ।

এলাকাবাসী জানায়, আজ ভোররাতে উপজেলার উসমানপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকার কৃষক মোতালিব মিয়ার গোয়ালঘর থেকে বাছুরসহ একটি দুধেল গাভি চুরি করে পিকআপ ভ্যানে নিয়ে পালিয়ে আসে চার সদস্যের একটি চোরচক্র। বিষয়টি টের পেয়ে আগরপুর থেকে ভাগলপুর যাওয়ার সড়কের মধ্যবর্তী এলাকায় পিকআপটির গতিরোধ করে স্থানীয় জনতা। এ সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পতিত জমিতে পড়ে উল্টে যায়। পরে পিকআপ ভ্যানে থাকা চার চোরকে আটক করে গণধোলাই দিয়ে ফেলে রাখে স্থানীয় জনতা।

পরে সকালে খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।