মুন্সীগঞ্জে বৃষ্টিতে বিস্তৃর্ণ বীজ আলুর জমিতে পানি

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জে রোপণ করা বেশির ভাগ আলুর জমি তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। ছবি : এনটিভি

নিম্নচাপের ফলে বৃষ্টিপাতে মুন্সীগঞ্জে কমেছে তাপমাত্রা, এতে অনুভূত হচ্ছে শীত। একদিনের ব্যবধানে আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জেলায় তাপমাত্রা কমেছে ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে গতকাল রাত থেকে বৃষ্টিপাতের ফলে জেলায় বিস্তৃর্ণ আবাদ করা বীজ আলু জমিতে জমে গেছে পানি। বেশিরভাগ জমি তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। এতে রোপণ করা এসব বীজ পচে বড় ধরণের ক্ষতির মুখে কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, নভেম্বরের মাঝামাঝি সময় আলু রোপণ শুরু হয়। এর মধ্যে ছয় উপজেলায় ১৩ হাজার ৪৫০ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছিল। হেক্টরপ্রতি রোপণ করা হয় দুই হাজার কেজি বীজ আলু।

কৃষি কর্মকর্তারা বলছেন, বৃষ্টি দীর্ঘমেয়াদি হলে ক্ষয়ক্ষতি বাড়বে। তবে পানি অপসারণ করা গেলে ক্ষতিরোধ করা সম্ভব।

আর কৃষকদের রোপণ করা  বীজ আলুর ৭০-৮০ শতাংশ নষ্ট হবে। বাকি আলুতেও আশানুরূপ ফলন হবে না। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়াবে।