বিএনপিনেতা ড. খন্দকার মোশাররফ হোসেন আইসিইউতে

Looks like you've blocked notifications!
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে তাঁকে হাসপাতালের কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে গত ৫ ডিসেম্বর সাবেক এই মন্ত্রীকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আজ শনিবার সন্ধ্যায় বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৬ জুন রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি তিনি। চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টে দেখতে পান- তার মাথায় ব্রেইনের বাইরে ছোট্ট একটি টিউমারের অস্তিত্ব। তখন এভারকেয়ারের চিকিৎসকরা জানান, এ ধরনের টিউমার অপসারণের উন্নত চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তাই দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেন তারা। এরপর উন্নত চিকিৎসার ২৭ জুন সিঙ্গাপুরে নিয়ে যান তিনি। ওইদিনই ভর্তি হন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ার দুই মাস ১০ দিন পর গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশে ফেরেন তিনি। এরপর থেকে তিনি গুলশানের বাসায় বিশ্রামে ছিলেন।