ডেঙ্গুতে আরও নয়জনের মৃত্যু, শনাক্ত ৪৫৯

Looks like you've blocked notifications!
ডেঙ্গু ওয়ার্ড। ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৬৬১ জনের । আজ রোববার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৫৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট দুই হাজার ২৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৮০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৭১১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এছাড়া, এই পর্যন্ত চলতি বছরে সারা দেশে এখন পর্যন্ত তিন লাখ ১৭ হাজার ২৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ঢাকায় এক লাখ আট হাজার ৯৯৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছে দুই লাখ আট হাজার ২৩৪ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিন লাখ ১৩ হাজার ২৮০ জন। ঢাকায় এক লাখ সাত হাজার ৪৬০ এবং ঢাকার বাইরে দুই লাখ পাঁচ হাজার ৮২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।