হজ নিবন্ধনের সময় বাড়ল

Looks like you've blocked notifications!
হজ যাত্রার ফাইল ছবি এনটিভির

হজ নিবন্ধনের সময় বাড়িয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নিবন্ধনের জন্য সময় বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার (১০ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের হজযাত্রীদের চূড়ান্ত তালিকা আগামী ৭ জানুয়ারির মধ্যে সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত হজযাত্রী সংখ্যা পাওয়া না গেলে মিনায় সুবিধাজনক স্থানে তাঁবু পাওয়া যাবে না। সেক্ষেত্রে তুলনামূলক দূরবর্তী এলাকায় তাঁবু নিতে হবে। এমন পরিস্থিতি এড়াতে নিবন্ধনের সময়সীমা বাড়ানো হলো। 

তবে, ৩১ ডিসেম্বরের পর নতুন করে হজ নিবন্ধনে নতুন করে সময় বাড়ানো হবে না বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। এতে আরও বলা হয়, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজযাত্রীর নির্ধারিত কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

সরকারি মাধ্যমে সকল প্যাকেজে দুই লাখ পাঁচ হাজার টাকা সোনালী ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে একই ব্যাংকে জমা করতে হবে। প্রাথমিক নিবন্ধনের পর অবশিষ্ট টাকা নির্ধারিত সময়ের মধ্যে জমা প্রদানে ব্যর্থ হলে তিনি হজে যেতে পারবেন না। আর জমা দেওয়া টাকা ফেরত দেওয়া হবে না।