কাশিমপুর কারাগারে গাঁজাসহ কারারক্ষী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
গাজীপুরে গাঁজাসহ গ্রেপ্তার হওয়া কাশিমপুর কারাগারের কারারক্ষী মো. সোহেল রানা। ছবি : এনটিভি

গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশের সময় চার পোটলা গাঁজাসহ মো. সোহেল রানা নামে এক কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে কারা কমপ্লেক্সে কারারক্ষীদের ব্যারাকে তল্লাশি চালিয়ে সোহেল রানার ট্রাংক থেকে আরও প্রায় এককেজি গাঁজা জব্দ করা হয়। 

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম।

গ্রেপ্তার হওয়া সোহেল রানা গাজীপুর কালিয়াকৈর থানার বড় গোবিন্দপুর (বিলবাড়িয়া) এলাকার বাসিন্দা। তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী।

ওসি জিয়াউল ইসলাম জানান, গত রোববার দিনগত রাতে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করছিলেন কারারক্ষী সোহেল রানা। এসময় কারাফটকে ডিউটিরত অপর কারারক্ষীরা তাকে তল্লাশি করে। এ সময় তার কাছে চার পোটলা গাঁজা পাওয়া যায়। পরে কারা কমপ্লেক্সে সোহেলের থাকার ব্যারাকে তল্লাশি চালায় কারা কর্তৃপক্ষ। সেখানে সোহেল রানার ব্যবহৃত ট্রাংক থেকে আরও প্রায় এককেজি গাঁজা উদ্ধার করা হয়। মধ্যরাতে কারা কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আটক করা সোহেল রানাকে (কারারক্ষী নং-১৪৩৩৫) ৯৪০ গ্রাম গাঁজাসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে থানায় মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, গাঁজাসহ গ্রেপ্তার কারারক্ষী সোহেল রানার বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।