গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন

Looks like you've blocked notifications!
গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথের ভাওয়াল রেল স্টেশন এলাকায় ট্রেন লাইনচ্যুত। ছবি : এনটিভি

গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন এলাকায় ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশ রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে গাজীপুর জেলা প্রসাশক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য জানান।

আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এ ছাড়া রেলওয়ের পক্ষ থেকে সাত সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সফিকুর রহমান বলেন, ‘আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, ঘটনাটি দুর্বৃত্তরা নাশকতার জন্য করেছে। তারপরও ঘটনাটির সঠিক কারণ অনুসন্ধানে বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী সৌমিক শাওন কবিরকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথের ভাওয়াল রেল স্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।