বিএনপি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করতে পারে : মির্জা আজম
জামালপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, ‘বিএনপি নির্বাচনের আগের দিন নির্বাচনি সরঞ্জাম রাখার স্থান ও নির্বাচনের দিন ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করতে পারে।’
আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলায় রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় মির্জা আজম এ কথা বলেন। মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ তাদের এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করে।
সভায় মির্জা আজম বলেন, আমাদের প্রতিপক্ষ নির্বাচন বর্জন করেছে, নির্বাচন বর্জন করে তারা বসে নেই, তারা নির্বাচন বানচাল করতে চায়। বিএনপির কোনো নেতাকর্মী এখন মাঠে নেই, তারা মাদকাসক্তদের টাকা দিয়ে গাড়িতে অগ্নিসংযোগ করাচ্ছে। তাদের এই তৎপরতা সম্পর্কে আমাদের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
মির্জা আজম আরও বলেন, নির্বাচনকে স্বচ্ছ করার জন্য প্রত্যেক ভোটকেন্দ্রে একজনকে সাংবাদিকের ভূমিকা পালন করতে হবে। ভোটগ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রতি এক ঘণ্টা পর পর মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে হবে। ভোটারদের লাইন, ভোটকেন্দ্রের পরিস্থিতি, ভোট গণনা এসবের ভিডিও প্রতি কেন্দ্র থেকে আমাদের কাছে পাঠাতে হবে। এবারের নির্বাচনকে অতীতের সব নির্বাচনের চেয়ে অনেক বেশি স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিন্নাহর সভাপতিত্বে বর্ধিত এই সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি সোহরাব হোসেন বাবুল, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, পৌর মেয়র শফিক জাহেদী রবিন, সাবেক পৌর মেয়র হাজি দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন।