নৌকায় ভোট চাওয়ায় বিএনপিনেতা বহিষ্কার

Looks like you've blocked notifications!
জামালপুরের বকশীগঞ্জে দলীয় নির্দেশনা অমান্য করে নৌকায় ভোট চাওয়ায় বহিষ্কৃত ইউনিয়ন বিএনপিনেতা সাইফুল ইসলাম দাদা। ছবি : এনটিভি

কশীগঞ্জে দলীয় নির্দেশনা অমান্য করে নৌকার পক্ষে ভোট চাওয়ায় সাইফুল ইসলাম দাদা নামে এক বিএনপিনেতাকে বহিষ্কার করেছে বকশীগঞ্জ উপজেলা বিএনপি। আজ বুধবার উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর এক সংবাদি বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

বিএনপিনেতা সাইফুল ইসলাম দাদা উপজেলার মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে বকশীগঞ্জ পৌর শহরের কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কাঁচা বাজার সমিতির সভাপতি হিসেবে সাইফুল ইসলাম দাদা সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভার একপর্যায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদকে বিজয়ী করার লক্ষ্যে নৌকার পক্ষে ব্যবসায়ীদের কাছে ভোট প্রার্থনা চান মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দাদা। নৌকায় ভোট চাওয়ার বিষয়টি জানাজানি হলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফুল ইসলাম দাদাকে বহিষ্কারের দাবি জানান। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজ সকালে তাঁকে মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক থেকে বহিষ্কারসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে বাতিল করা হয়।

এ ব্যাপারে জানতে বহিষ্কৃত বিএনপিনেতা সাইফুল ইসলামের মুঠোফোনে কল করে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।