ফিন্যান্সিয়াল টাইমসের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতিবেদন মিথ্যা : পররাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
সিলেট মহানগর ছাত্রলীগের বর্ধিত সভায় বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে আবদুল মোমেন। ছবি : এনটিভি

নির্বাচনকে সামনে রেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিরোধী দলের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে সরকার, যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এমন প্রতিবেদন ডাহা মিথ্যা ও ভুয়া বলে দাবি করেছেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ বৃহস্পতিবার (১ ৪ ডিসেম্বর) রাতে সিলেট মহানগর ছাত্রলীগের বর্ধিত সভায় যোগদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের মতো তাদের দেশেও অনেক নামিদামি ব্যক্তি ও গণমাধ্যম পয়সার কাছে বিক্রি হয়ে যায়। যুক্তরাষ্ট্রভিত্তিক অনেক গণমাধ্যম ভুয়া তথ্য ছড়িয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছে।

এর আগে ছাত্রলীগের বর্ধিত সভায় নগরবাসীর ঘরে ঘরে গিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে ছাত্রলীগনেতাদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে আনতে যা যা দরকার সব করতে হবে।

সভায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।