ফের হরতালের ডাক বিএনপির
ফের হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি। আগামী সোমবার (১৮ ডিসেম্বর) ভোর ৬টা সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে দলটি। এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ শনিবার (১৬ ডিসেম্বর) এ কর্মসূচির ঘোষণা দেন।
নির্বাচন বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, ‘আগামী সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে এই হরতাল পানল করা হবে।’
এর আগে, একই দাবিতে বিএনপি ১১ দফায় ২২ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করে। ২৮ নভেম্বর মহাসমাবেশে বাধা ও নেতাকর্মী গ্রেপ্তারের প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল পালন করে তারা। পরে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে টানা ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি শেষ হয় ২১ নভেম্বর সকাল ৬টায়। এরপর ৩০ নভেম্বর ভোর ৬টা থেকে সকাল-সন্ধ্যা হরতাল পালন দলটি। এবার ১৮ ডিসেম্বর ফের হরতালের ডাক দিল তারা।