বিজয় দিবসের ছুটিতে সুন্দরবনে পর্যটকের ঢল

Looks like you've blocked notifications!
সুন্দরবনে বিজয় দিবসের ছুটিতে পর্যটকের ঢল। ছবি : এনটিভি

বিজয় দিবসের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে সুন্দরবনে। আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সুন্দরবনের করমজলে সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ করেছেন।

আজ করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে প্রায় দুই হাজার পর্যটক আসেন। এর আগে গতকাল শুক্রবার এ কেন্দ্রটিতে পর্যটক এসেছিল প্রায় দেড় হাজার। চলতি মাসের মধ্যে শুক্র ও শনিবার এই দুদিনেই সবচেয়ে বেশি পর্যটক আসে করমজলে। এ মাসের বিগত দিনগুলোতে করমজলে পর্যটকদের আগমনের সংখ্যা ছিল গড়ে প্রায় ৩০০-এর মতো।

করমজলে দর্শনার্থীদের উপভোগের জন্য রয়েছে দীর্ঘ ফুট টেইলর, সুউচ্চ ওয়াচ টাওয়ার, কুমির ও কচ্ছপের প্রজনন কেন্দ্র। রয়েছে সংরক্ষিত বনের মায়াবী হরিণ ও বানর। বনের বৃক্ষরাজির পরিচিতি জানতে গাছের গায়ে লিখে রাখা হয়েছে নামও। এ ছাড়া রয়েছে একটি জাদুঘরও। যেখানে সংরক্ষণ করা রয়েছে বনের বাঘ, হরিণ, কুমিরসহ বিভিন্ন প্রাণীর কংকাল ও মমি করে রাখা নানা ধরনের বন্যপ্রাণী। 

তবে মোংলা থেকে সবচেয়ে কাছাকাছি হওয়াতে করমজলেই অন্যান্য স্পটের তুলনায় দর্শনার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে থাকে বলে জানান করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির। তিনি বলেন, ১৬ ডিসেম্বরের ছুটির দিনে করমজলের পাশাপাশি পর্যটক বেড়েছে হাড়বাড়ীয়া, নীলকমল, হিরনপয়েন্ট, কটকা, কচিখালী ও আন্ধারমানিকসহ অন্যান্য পর্যটন কেন্দ্রেও।