মুন্সীগঞ্জে ট্রলার ডুবি : ঘন কুয়াশার জন্য দেরিতে উদ্ধার অভিযান শুরু

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পদ্মার শাখা নদীতে ট্রলার ডুবির ঘটনায় রোববারও উদ্ধার অভিযান চলে। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পদ্মার শাখা নদীতে ট্রলার ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়েছে। আজ রোববার (১৭ ডিসেম্বর) ভোর থেকে উদ্ধার অভিযান শুরুর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে সকাল ৯টার দিকে তা শুরু হয়। এতে অংশ নিয়েছেন ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বাল্কহেডের ধাক্কায় খেয়া পারাপারের ওই ট্রলারটি ৪০ জন যাত্রী নিয়ে উপজেলার হাসাইল এলাকায় পদ্মার শাখা নদীতে ডুবে যায়। ঘটনার পরপরই দুজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। দুর্ঘটনার পর বাল্কহেডের চালক ও তার সহকারীরা পালিয়ে গেছেন৷ পরে বাল্কহেডটি টঙ্গীবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে জব্দ করে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরে ট্রলারের অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। তবে এখনও এ ঘটনায় কেউ নিখোঁজ রয়েছে কি না, তা নিশ্চিত হতে রাতে তল্লাশি অভিযান পরিচালনা করে স্থানীয় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের টিম।

এ বিষয়ে টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমান বলেন, ‘রোববার ভোর থেকে উদ্ধার কাজ শুরু করার কথা থাকলেও কুয়াশার কারণে বিলম্বে কাজ শুরু হয়েছে। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছে বলে স্বজনরা দাবি করেছেন। সকালে ডুবে যাওয়া ট্রলারের কাছাকাছি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।’