নওগাঁয় ‘ডাকাতির প্রস্তুতিকালে’ পাঁচজন গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
নওগাঁর মহাদেবপুরে দেশি অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার। ছবি : এনটিভি

নওগাঁর মহাদেবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। বাহিনীটি দাবি করে, তারা ডাকাত দলের সদস্য। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে মহাদেবপুর উপজেলার চান্দাস ইউপির কাঞ্চন (বাছড়া মোড় সংলগ্ন) এলাকা থেকে তাদের গ্রেপ্তার  করা হয়। এদিন দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার  পদে পদোন্নতিপ্রাপ্ত) গাজিউর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।  

গ্রেপ্তারকৃতরা হলেন—নিয়ামতপুর উপজেলর কৃষ্ণপুর গ্রামের বাচ্চু মৃধা (৩৩), গণপুর গ্রামের শহিদুল ইসলাম (২৬) ও একই এলাকার হাফিজুর রহমান (৪০) এবং মহাদেরপুর উপজেলার মালাহার গ্রামের দেলোয়ার হোসেন ওরফে বাবু (৪৫) ও একই এলাকার ইমরান হোসেন (৩৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাদেবপুর হতে ছাতরা নিয়ামতপুর উপজেলাগামী (বাছড়া মোড় সংলগ্ন) চান্দাস ইউপির কাঞ্চন এলাকায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে থানার মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ও উপপরিদর্শক (এসআই) আশীষ সরকারসহ পুলিশের একটি টিম শনিবার ভোরে সেখানে অভিযান চালায়। অভিযানে ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়।  গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি গ্রহণের অভিযোগে এবং দেশীয় অস্ত্র পাওয়ায় মহাদেবপুর থানায় দুটি মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।