পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে নৌকার সমর্থককে ছুরিকাঘাত

Looks like you've blocked notifications!
কুমিল্লার ম্যাপ

কুমিল্লার দেবিদ্বারে অফিস উদ্বোধন ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে নৌকার সমর্থক এক তরুণকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর জাহাঙ্গীর মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগীদের অভিযোগ, সন্ধ্যায় নৌকার অফিস উদ্বোধন শেষে তাবারক বিতরণ করা হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ সমর্থক রিপন ভুইয়া আক্রমণ চালায়। ছুরিকাঘাতে শাহ পরান (১৬) নামে এক তরুণের পেটের ভুড়ি বেড়িয়ে যায়। সে গোপালনগর গ্রামের ফারুক হোসেনের ছেলে। আহত শাহ পরানকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।

শাহ পরানের চাচা মো. জাকির হোসেন বলেন, ‘বিকেলে নৌকার পোস্টার টানানো হয়। পরে সেগুলো ছিঁড়ে ফেলে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক রিপন ভুইয়া। এ সময় তার সঙ্গে নৌকার সমর্থক শাহ পরানের বাক-বিতণ্ডা হয়। সন্ধ্যায় নৌকা প্রতীকের ওয়ার্ড নির্বাচনি অফিস উদ্বোধন শেষে দোয়া ও তবারক বিতরণ করা হয়। এ সময় রিপন ভুইয়া (১৫) হঠাৎ শাহ পরানকে ছুরিকাঘাত করে। এতে শাহ পরানের পেটের ভুড়ি বেড়িয়ে যায়। সে গুরুতর আহত হয়।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া বলেন, ‘নির্বাচনি পোস্টার ছেঁড়া ও অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’