চকরিয়া আ.লীগের সভাপতির পদ থেকে এমপি জাফর আলমকে অব্যাহতি

Looks like you've blocked notifications!

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য প্রদান এবং দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। তিনি এবার একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

বুধবার (২০ ডিসেম্বর) রাতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সম্পর্কে অসৌজন্যমূলক বক্তব্য রাখায় এবং ধৃষ্টতাপূর্ণ আচরণের জন্য চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তার সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো এবং কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা আগামী সাত দিনের মধ্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগ বরাবর কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো। সাত দিনের মধ্যে যদি জবাব না দেওয়া হয়, তবে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরে সুপারিশ করা হবে।’

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী রাতে বলেন, ‘একজন দলীয় এমপি হয়ে জাফর আলম মঙ্গলবার কক্সবাজার-১ আসনের পেকুয়া বাজারে এক নির্বাচনি সমাবেশে দলীয় সভাপতি ও বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে অনেক ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি সমাবেশে এমন আপত্তিকর বক্তব্য দেন, যাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণে তাকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্যও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

গত মঙ্গলবার বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরের এক নির্বাচনি সমাবেশে এমপি জাফর আলম তার বক্তব্যে দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার ক্ষোভ ঝাড়েন।

জাফর আলম ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগদানের আগে জাসদ, বাসদ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আওয়ামী লীগে যোগদানের পর তিনি দলীয় সমর্থনে চকরিয়া পৌরসভার মেয়র ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে নৌকা প্রতীক পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জাফর আলম। এরপর তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।   

এদিকে, এমপি জাফর আলমকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়ায় চকরিয়া পৌরশহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।