মেট্রোরেলে হামলার আশঙ্কা নেই, নিরাপত্তা জোরদার : ডিএমপি

Looks like you've blocked notifications!
ডিএমপির অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। ইউএনবিতে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া ছবি

হামলার কোনো তথ্য বা হুমকি না থাকলেও মেট্রোরেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুধু মেট্রোরেল নয়, রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং রাস্তাসহ প্রতিটি জায়গায় নিরাপত্তা নিশ্চিতে চেষ্টা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মহিদ উদ্দিন আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, মেট্রোরেল একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ প্রতিষ্ঠান হওয়ায় ব্যাগেজ স্ক্যানার, আর্চওয়ে স্থাপন ও বিস্ফোরক দ্রব্য শনাক্তকরণে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

মহিদ উদ্দিন বলেন, নগরীর সবাইকে নিরাপদ রাখতে ডিএমপির সর্বোত্তম প্রচেষ্টার অংশ হিসেবে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মেট্রোরেলে নাশকতার কোনো হুমকি আছে কি না, জানতে চাইলে মহিদ বলেন, ‘নাশকতাকারীরা অন্যকে জানিয়ে কোনো অপরাধ করে না। তবে, হামলার কোনো তথ্য বা হুমকি পাওয়া যায়নি। আমরা প্রতিদিন প্রতিটি স্থানে নিরাপত্তা বাড়াচ্ছি। শুধু মেট্রোরেল নয়, আমরা রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং রাস্তাসহ প্রতিটি জায়গায় নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করি। আমরা কোনো ধরনের নাশকতা আশা করি না। আমরা সবার সহযোগিতা ও সচেতনতা চাই।’

তেজগাঁওয়ে যাত্রীবাহী ট্রেনে আগুন দেওয়ার বিষয়ে জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘আমাদের কাজ চলছে। ইতোমধ্যে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত চলছে। এখনও কোনও মন্তব্য করার সময় আসেনি।’