হরতাল, অবরোধ ও অসহযোগ ডেকে যা করা হচ্ছে তা রাষ্ট্রদ্রোহী : আইনমন্ত্রী
দেশে আইনের শাসন আছে জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, হরতাল, অবরোধ ও অসহযোগ ডেকে যা চলছে তা রাষ্ট্রদ্রোহী। দেশের মানুষ ২০২৪ সালে জয়ী হয়ে আবারও অন্যায়ের বিরুদ্ধে লড়বে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের কর্মমঠ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় আজ শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে মন্ত্রী এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিত, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে, তখন আবার বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছে।
আইনমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এক নেতা লন্ডনে বসে জনগণকে ধ্বংস করার হুমকি দেয়। এ সময় তিনি জনগণকে ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষ নির্বাচন চায়, তা সারা বিশ্বকে প্রমাণ করে দিতে হবে।