ঘন কুয়াশায় আচ্ছন্ন গোপালগঞ্জ

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জে আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ছবি : এনটিভি

ঘন কুয়াশা আর শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে গোপালগঞ্জে। আজ শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ঢাকা-খুলনা মহাসড়কসহ অভ্যন্তরীণ সব রুটের যানবাহনগুলো চলছে হেডলাইন জ্বালিয়ে।   

এছাড়া আগুন জ্বালিয়ে অনেককে শীত নিবারণ করতে দেখা গেছে।  কুয়াশা ও শীতের কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। খেটে খাওয়া মানুষ পড়েছে সবচেয়ে বিপাকে। কাজে যেতে পরছেন না তারা।

গোপালগঞ্জ জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ঘন কুয়াশা ও আকাশে মেঘলাভাব থাকবে। আজ শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।