যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত

Looks like you've blocked notifications!

যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ রোববার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামের পারভেজ এবং মহেশপুরের আজমপুর গ্রামের নাজমুল।  

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাকে যশোরে যাচ্ছিল। এ সময় যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ের ব্যরিয়ার (প্রতিরোধক দণ্ড) তোলা ছিল। ঘন কুয়াশার মধ্যে ট্রাকটি ক্রসিংয়ে ওঠামাত্রই ট্রেনের ধাক্কা লাগে। এতে ট্রাকটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই এটির চালক ও হেলপার নিহত হন। ঘটনার সময় রেল ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ঘুমিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

যশোরের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।’